স্টাফ রিপোর্টার:
বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উপলক্ষ্যে নড়াইলে শুরু হয়েছে বঙ্গবন্ধু ১ম বভিাগ ফুটবল লীগ। শুক্রবার বিকেলে বীরশ্রষ্ঠে নূর মোহাম্মদ স্টেডিয়ামে প্রতিযোগিতায় উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ রিয়াজুল ইসলাম।
বাংলাদশে ফুটবল ফেডারেল পৃষ্ঠপোষকতায় জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থতি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার জাহিদুল হাসান, জেলা যুবলীগের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক কৃষ্ণপদ দাস, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম শান্ত, সদস্য আজিজুল ইসলাম, মাহাবুবুর রহমান বাচ্চু প্রমুখ।
প্রধান অথিতি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম বলনে, ক্রীড়া মানুষকে মাদক থেকে দুরে রাখতে সহযোগিতা করবে। শিক্ষার্থীদের লেখাপড়া পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। আমাদের ছেলেমেয়েদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়ার প্রতি আগ্রহ সৃষ্টির আহ্বান জানান তিনি।
উদ্বোধনী খেলায় মর্জিাপুর পথকিৃৎ সংসদকে ৪-০ গোলে পরাজিত করে শেখ রাসেল ক্রীড়া চক্র শুভ সূচনা করে।
প্রতিযোগিতায় মোট ১২ টি দল অংশগ্রহন করেছে। উল্লখ্যে, বৃষ্টির কারনে উদ্বোধনী অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়।