স্টাফ রিপোর্টার:
নড়াইলে প্রতিমা ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানাগেছে, নড়াইল সদর উপজেলার সিংগাশোল ইউনিয়নের শোলপুর গ্রামের দক্ষিণ পাড়া সার্বজনীন হরিমন্দিরে পূর্নব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর ও শান্তি মায়ের প্রতিমা ভেঙ্গে ফেলেছে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা প্রতিমা ভাঙ্গা দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেয়। প্রতিমা ভাঙ্গার সংবাদ পেয়ে পুলিশ সুপার প্রবীর কুমার রায়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শওকত কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন নড়াইল জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের সভাপতি মলয় কান্তি নন্দি, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুন্ডু, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক বাবুল কুমার সাহাসহ নেতৃবৃন্দ।
নড়াইল জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের সভাপতি মলয় কান্তি নন্দি সিংগাশোলপুর ইউনিয়নের শোলপুর গ্রামের পূর্নব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর ও শান্তি মায়ের প্রতিমা ভেঙ্গে ফেলার ঘটনায় তিব্র নিন্দা জানিয়ে নড়াইল নিউজ ২৪.কমকে বলেন, অবিলম্বে দোষিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
পুলিশ সুপার প্রবীর কুমার রায় নড়াইল নিউজ ২৪.কমকে বলেন, ওই মন্দিরের পাশে নতুন মন্দির নির্মানের কাজ চলছে। প্রতিমা দুইটি পুরাতন ঘরে ছিলো ঘরের দরজা তেমন মজবুত ছিলোনা। কে বা কারা গতরাতে প্রতিমার ক্ষতি সাধন করেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ তদন্ত করছে দায়িদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।