স্টাফ রিপোর্টার:
নড়াইলে সরকার ঘোষিত এইচ এসসি পরীক্ষায় সর্টকোর্স বাতিল করে পূর্নাঙ্গ কোর্সে পরীক্ষার দাবীতে পরীক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। বুধবার সরকারি ভিক্টোরিয়া কলেজের এইচ এসসি পরীক্ষার্থীরা এই বিক্ষোভ ও দুই দফায় মানববন্ধন করে। ঘন্টাব্যাপি এই মানববন্ধনে শতাধিক পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।
ভিক্টোরিয়া কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রূপগঞ্চ বাজারে নড়াইল-যশোর সড়কে মানববন্ধন করে। এরপর পুনরায় ভিক্টোরিয়া কলেজ গেটে মানববন্ধন পালন করে ছাত্ররা।
ছাত্রদের দাবী আ্যাসাইনমেন্ট নিয়ে আবারও শর্ট কোর্সে পরীক্ষা নেয়া হবে কেন। তারা কলেজ খুলে নিয়মিত ক্লাস করে তারপর পূর্নাঙ্গ কোর্সে পরীক্ষা দিতে চায়। অ্যাসাইনমেন্ট নামের এই ধোকাবাজি বন্ধের দাবি করেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তব্য রাখে ২১ ব্যাচের এইচ এসসি পরীক্ষার্থী দিপ্ত, সাহেদ, রিয়া, স্মরন, মহিউদ্দিন, পলাশ ও শাহরিয়াত।