স্টাফ রিপোর্টার:
নড়াইলে পুলিশ কর্তৃক সাংবাদিক হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয় জেলা প্রশাসকের মাধ্যমে। শুক্রবার সাংবাদিক সমাজ, নড়াইলের আয়োজনে নড়াইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামূল কবির টুকু, সাধারন সম্পাদক শামীমূল ইসলাম টুলু, সাংবাদিক কার্ত্তিক দাস, কাজী হাফিজুর রহমান, মলয় কান্তি নন্দি, সাইফুল ইসলাম তুহিন, সাথী তালুকদার, লোহাগড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ বদরুল আলম টিটো, কালিয়ার সাংবাদিক ওমর ফারুক প্রমূখ।
মনবন্ধন চলাকালে বক্তরা এসময় বলেন, সাংবাদিকরা কারো প্রতিপক্ষ নয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে মাত্র তাদের লেখনির মাধ্যম।
পুলিশ সুপার প্রবীর কুমার রায় একজন জেলার সর্বচ্চ কর্তকর্তা হয়ে এভাবে তিনি কথা বলতে পারেন না। সাংবাদিকদের সাথে যে ব্যবহার করেছেন তা কাঙ্খিত ছিল না।
অস্ত্রের চেয়ে কলম বেশি শক্তিশালি জানিয়ে বক্তরা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার সাথে কেমন আচারন করতে তাও তিনি জানেনা। বীর মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন বলেই আজ তিনি পুলিশ সুপার হয়েছেন।
এর পূর্বেও অনেক পুলিশ সুপার নড়াইলে এসেছেন ভালোভাবে চাকুরী করেছেন সকলের সাথে সমন্বয় করেছেন। বর্তমান পুলিশ সুপার কেউকেই মুল্যায়ন করেন না, অবমুল্যায়ন করে কথা বলেন।
বক্তরা আরও বলেন, এঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের কোন রকম হয়রানি করা হলে আরও কঠোর আন্দোলনের ঘোষনা দেওয়া হবে।
মানববন্ধনে পুলিশের ভালো সংবাদ বয়কট করে অপরাধ মূলক কর্মকান্ড মানুষের সামনে তুলে ধরার সিদ্ধান্ত নেয় নেতৃবন্দ।
তদন্ত করে পুলিশ সুপার প্রবীর কুমারা রায়ের বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান বক্তরা।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপির অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পেরিত হলো:-
১। মাননীয় সংসদ সদস্য, নড়াইল-১।
২। মাননীয় সংসদ সদস্য, নড়াইল-২।
৩। মাননীয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
৪। নড়াইল জেলার দায়িত্বপ্রাপ্ত মাননীয় সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
৫। মাননীয় সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
৬। মাননীয় বিভাগীয় কমিশনার, খুলনা বিভাগ, খুলনা।
৭। মাননীয় জিআইজি, খুলনা রেঞ্জ, খুলনা।
৮। মাননীয় জেলা প্রশাসক, নড়াইল।