স্টাফ রিপোর্টার:
নড়াইলে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৫ম পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী, বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা ও গীতা পাঠে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব পুরষ্কার বিতরণ করা হয়।
মন্দির ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম,হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড সুবান চন্দ্র বোস, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, জেলা তথ্য অফিসার ইব্রাহিম আল মামুন, জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান, অবসরপ্রাপ্ত প্রকৌশলী শৈলেন্দ্রনাথ সাহা, মন্দির ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম,নড়াইলের সহকারি প্রকল্প পরিচালক দেবাশিষ বাইন প্রমূখ।
এসময় সরকারি কর্মকর্তা ,এনজিও প্রতিনিধি, শিক্ষার্থী-শিক্ষার্থী ,অভিভাবকরা উপস্থিত ছিলেন।
জানাগেছে, ২০২০ সালের ৫ জন শ্রেষ্ট শিক্ষককে প্রতিজনকে ১২০০ টাকা ও সনদপত্র এবং ১০ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীর প্রতিজনকে ৬০০ টাকা ও সনদপত্র বিতরণ করা হয়। এছাড়া বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা ও গীতা পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।