স্টাফ রিপোর্টার:
নড়াইলে “বিশ্ব পর্যটন দিবস এস এম সুলতান নৌকা বাইচ” আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। দুপুর ২ টায় চিত্রা নদীর শেখ রাসেল সেতু থেকে এস এম সুলতান সেতু পর্যন্তু নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সফল ওয়ানডে অধিনায়ক নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাও আগামীকাল নড়াইলে অবস্থান করবেন এবং চিত্রা নদীতে অনুষ্ঠিতব্য নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করবেন।
জানাগেছে, নড়াইলে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো: মাহাবুব আলী এমপি আগমনে ও পর্যটন সংশ্লিষ্ট বিষয়ে নড়াইলবাসীর পক্ষ থেকে প্রতিমন্ত্রীর কাছে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হবে। দূর-দূরান্ত থেকে আগত বাইচে অংশগ্রহণকারীদের উৎসাহ যোগাতে আগামীকাল শনিবার সারাদিন নড়াইলে অবস্থান করবেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সফল ওয়ানডে অধিনায়ক নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। এসময় সংসদ সদস্য প্রতিমন্ত্রী ও অতিথিবৃন্দের সাথে নৌকা বাইচ উপভোগ করবেন।
উল্লেখ্য, প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এবং সুপ্রীম কোর্টের আপীল বিভাগের একজন জ্যেষ্ঠ আইনজীবী।
চলতি বছরের জানুয়ারি মাসের ৬ তারিখে নড়াইল-২ আসনের সংসদ সদস্য নড়াইলে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্তৃক পর্যটন হোটেল/মোটেল নির্মাণের আবেদন নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাত করেন। এসময় নড়াইল অন্তঃপ্রাণ মাননীয় প্রতিমন্ত্রী নড়াইলের প্রতি তার ভালোবাসা ব্যক্ত করেন এবং ঐতিহ্যবাহী এস এম সুলতান নৌকা বাইচ প্রতিযোগিতায় উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেন।
এছাড়া, নড়াইল জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক -সামাজিক – সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সুধীবৃন্দ উপস্থিত থাকবেন।
আরও পড়ুন:
নড়াইলের চিত্রা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শনিবার