স্টাফ রিপোর্টার:
নড়াইলে “বিশ্ব পর্যটন দিবস এস এম সুলতান নৌকাবাইচ” প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে নড়াইল চিত্রা নদীতে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহাবুব আলী এমপি।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্বে এসময় নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, বেসামরিক বিমান ও পর্যটন সচিব মো: মোকাম্মেল হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, খুলনা বিভাগীয় কমিশনার মো: ইসমাইল হোসেন এনডিসি, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমারা রায় উপস্থিত ছিলেন ।
বিভিন্ন জেলা ১৬টি নৌকা এ প্রতিযোগিতায় অংশগ্রহন করছে।