স্টাফ রিপোর্টার :
নড়াইলে পালিত কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা লিজন খন্দকার (৪০) কে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে। লিজন খন্দকারের বাড়ি সদর উপজেলার সাধুখালী গ্রামে।ফাই
পুলিশ ও ধষর্ণের শিকার ওই কিশোরী জানান, তার মা স্বপ্না বেগম আগের স্বামী ইউনুস শেখের সাথে সম্পর্ক ছিন্ন করে লিজন খন্দকারকে বিয়ে করে একসাথে বসবাস করে। সেই সুবাদে লিজান তার পালিত মেয়েকে প্রায়ই ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছে। সর্বশেষ গত ২৫ মে তাকে (ওই কিশোরীকে) তার পালিত পিতা ধর্ষণ করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শওকত কবির নড়াইল নিউজ ২৪.কম সত্যতা নিশ্চিত করে বলেন এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নং-৪১, তাং-৩১/০৫/২১। এই ঘটনায় অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।