স্টাফ রিপোর্টার:
নড়াইলের লোহাগড়া উপজেলায় তাল গাছ থেকে রস আহরণকালে অসাবধানতাবশত পড়ে গিয়ে মতিয়ার রহমান নামে একজন গাছির মৃত্যু হয়েছে।
জানাগেছে, লোহাগড়া উপজেলার ছোট হান্দলা গ্রামের মতিয়ার রহমান গতকাল সন্ধ্যায় তালগাছে রস আহরনের জন্য ওঠেন। অসবাধানতাবশত তিনি গাছ থেকে নিচেয় পড়ে যান। বাড়িতে ফিরতে দেরী হওয়ায় পরিবারের সদস্যরা তালগাছতলায় এসে মৃত অবস্তায় দেখতে পান।
নোয়াগ্রাম ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য শারফুজ্জামান বোরাক নড়াইল নিউজ ২৪. কমকে জানান. মৃত মতিয়ার দরিদ্র পরিবারের সন্তান। মঙ্গলবার সকালে জানাযা শেষে বাড়ীভাঙ্গা হান্দলা সম্মিলিত কবরস্থানে দাফন করা হয়।