স্টাফ রিপোর্টার:
নড়াইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুর জন্মদিন পালিত হয়েছে। জেলা আওয়ামীলীগের আয়োজনে বুধবার বিকেলে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনাসভা ও কেককাটা হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দেবাশিস কুন্ডু মিটুল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম, জেলা আওয়ামীলীগের সদস্য হাফিজ খান মিলন।
নড়াইল পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মেশকাতুল ওয়ায়েজিন লিটু, জেলা কৃষকলীগের সভাপতি মাহাবুবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল।
জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক গাউসুল আযম মাসুম, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়া,সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু প্রমূখ। এসময় দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।