স্টাফ রিপোর্টার:
নড়াইলে বিভিশিখা ময় ভয়াল ২১শে আগস্ট পালিত হয়েছে। শনিবার সকালে জেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন ও বিশেষ মোনাজাত।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট. সুভাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন খান নিলু, সহ-সভাপতি পৌরমেয়র আঞ্জুমান আরা, যুগ্ম-সম্পাদক বাবুল কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক দেবাশিস কুন্ডু মিটুল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তি।
জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া ইউসুফ, সাধারন সম্পাদক ইসমত আরা, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার খসরুল আলম পলাশ, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ সালাউদ্দিন নান্না, জেলা আওয়ামীলীগের সদস্য হাফিজ খান মিলন, বিপ্লব বিশ্বাস বিলো, ওয়াহেদুজ্জামান ইকবাল, নড়াইল পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মেশকাতুল ওয়ায়েজিন লিটু, নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়াসহ সদলীয় নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ২১ আগস্ট উপলক্ষে নড়াইল জেলা যুবলীগের কর্মসূচি শনিবার