স্টাফ রিপোর্টার:
আজ নড়াইলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে । শনিবার বিকেলে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ হবখালী ইউনিয়ন শাখার আয়োজনে সিঙ্গিয়া বাজার খেলার মাঠে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু।
হবখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সাইফুর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখবেন নড়াইল সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তি।
বিশেষ অতিথির বক্তব্য রাখবেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দেবাশিষ কুন্ডু মিটুল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন আলম, নড়াইল পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মেশকাতুল ওয়ায়েজিন লিটু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারন সম্পাদক এস এম পলাশ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রিয়অজ মাহমুদ মিশাম, সদস্য সচিব শেখ নুরুজ্জামান নান্নু ও বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর(দক্ষিণ) এর যুগ্ম-সাধারন সম্পাদক আমিনুল ইসলাম। এছাড়া জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যয়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।