স্টাফ রিপোর্টার:
‘মুজিব বর্ষের সফলতা,দূর্যোগ প্রস্তুতিতে সফলতা’- এ স্লোগানে নড়াইলে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
সেখানে স্কুলের শিক্ষার্থীদের দূর্যোগ মোকাবেলায় সচেতনতা বাড়াতে ফায়ার সার্ভিস নড়াইল ইউনিটের পক্ষ থেকে আগুন নির্বাপন, অগ্নিবলয় থেকে উদ্ধার, ফায়ার ষ্টেংগুইশারের ব্যবহারসহ বিভিন্ন মহড়া উপস্থাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুলি বিশ্বাস. নড়াইল সবকারি বালিয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন সিকদার, ফায়ার সার্ভিস নড়াইলের উপ-পরিচালক মোঃ মাহবুব আলম, স্টেশন মাস্টার মাছুদ রানা, সাব অফিসার শরিফুল ইসলাম প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
অপরদিকে কালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কালিয়া উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলামসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।