স্টাফ রিপোর্টার:
“ সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নড়াইল স্থানীয় সরকার বিভাগ জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ছবি:- নড়াইল নিউজ ২৪.কম
স্থানীয় সরকার বিভাগ নড়াইলে উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।
এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাশ্বতী শীল, সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা ডাঃ শফিক তমাল প্রমূখ।
এসময় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগন, সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।