স্টাফ রিপোর্টার:
নড়াইলের কৃতি সন্তান চিত্র নায়ক তানভীর রহমান তনুর প্রতিষ্ঠিত আর্জেন্ট সাপোর্ট বাংলাদেশের পক্ষ থেকে দুঃস্থ-অসহায়দের সেলাই মেসিন, টিউবওয়েল ও ঘর নির্মান করে দেওয়া হয়েছে। শনিবার বিকেলে শহরের রুপগঞ্জ বাজারে আর্জেন্ট সাপোর্ট বাংলাদেশের চেয়ারম্যান তানভীর রহমান তনু এসব তুলে দেন। দুঃস্থ-অসহায়দের মাঝে সেলাই মেসিন ১০, টিউবওয়েল ৫টি এবং সদর উপজেলার বাকশাডাঙ্গা আবিদুর রহমান নামে এক জনকে একটি ঘর নির্মানের সামগ্রী বিতরন করেন। এসময় আর্জেন্ট সাপোর্ট বাংলাদেশের এর সদস্য মোয়াজ্জেম হোসেন রেন্টু, নাজমুল জমাদ্দার, নূর আলম বাপ্পি, সাদিকা লিজা, সুমা ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নড়াইলের কৃতি সন্তান চিত্র নায়ক তানভীর রহমান তনুর প্রতিষ্ঠিত আর্জেন্ট সাপোর্ট বাংলাদেশের পক্ষ থেকে দির্ঘ দিন যাবৎ দুঃস্থ-অসহায়দের জন্য কাজ করে যাচ্ছে।