স্টাফ রিপোর্টার:
নড়াইল শহরের সড়কটি চারলেনে উন্নিত করার পক্ষে-বিপক্ষে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে দুই পক্ষ। আগামীকাল সোমবার সকালে উভয় পক্ষ নড়াইল রুপগঞ্জ বাজার এলাকায় মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে।
জানাগেছে, নড়াইলে চারলেন উন্নিত কারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষনা করেছে নড়াইলের ব্যবসায়বৃন্দ ও সর্বস্ততের জণগন। আগামীকাল সোমবার সকালে রুপগঞ্জ এলাকায় মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে।
অপরদিকে রুপগঞ্জ বাজারের ব্যবসায়ীদের একাংশ চারলেন বাস্তবায়ন না করার দাবিতে মানববন্ধনের ডাক দেয়। ব্যবসায়ীরা একাধিকবার মিঠিং করে এ কর্মসূচি ডাক দেয়। সচেতন নড়াইলবাসীর আয়োজনে রোববার রাতে শহরে মাইকিং করা হচ্ছে বলে ব্যবসায়ীরা জানায়।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান রোববার রাত ৮টা ৪৬ মিনিটে নড়াইল নিউজ ২৪.কমকে বলেন, উভয় পক্ষে কর্মসূচির বিষয়টি আমরা জানতে পেরেছি, দেখছি বিষয়টি কি করা যায়।
জানাগেছে, ঢাকাগামী পরিবহণের জন্য ভাটিয়াপাড়া-কালনা-লোহাগড়া-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়ক অতিগুরুত্বপূর্ণ সংযোগ সড়ক হিসেবে কাজ করে। নড়াইল শহরের ওপর দিয়ে যাওয়া এই মহাসড়কের দুই পাশে কয়েকটি মার্কেট ও শিক্ষা প্রতিষ্ঠানসহ রয়েছে হাট-বাজার, বিভিন্ন কমিউনিটি সেন্টার, ডায়াগোষ্ট্রিক সেন্টার, ঔষধের দোকানসহ নানা স্থাপনা। যার ফলে যানবাহনের চাপে এই মহাসড়কের বিশেষ করে নড়াইল শহরের ভেতর যানজট লেগেই থাকে। এতে করে এ মহাসড়ক ব্যবহারকারীদের প্রতিনিয়ত শ্রমঘণ্টা নষ্ট হচ্ছে। এই যানজটের কবল থেকে পরিত্রাণ পেতে এ মহাসড়কের নড়াইল শহরাংশের ওপর দিয়ে যাওয়া ৫ দশমিক ৭৯১ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীতকরণের উদ্যোগ নিয়েছে সরকার।
পরিকল্পনা কমিশন সূত্র মতে, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় থেকে প্রস্তাব করা হয়েছে ‘নড়াইল শহরাংশের জাতীয় মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন’ শীর্ষক এই প্রকল্প। আর এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১৭৯ কোটি ৯৮ লাখ ৯০ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে নড়াইল শহরের সড়ক প্রশস্ত করার মাধ্যমে যানজট নিরসন এবং এই মহাসড়ক ব্যবহারকারীদের উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: