ঘুর্ণিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে নড়াইলসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি চলছে। দূর্যোগ মোকাবেলাই সরকার ইতিমধ্যে বিভিন্ন সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহন করেছে। সরকারের পাশাপাশি নড়াইলের বে-সরকারি প্রতিষ্ঠান স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের পক্ষ থেকে ঘুর্ণিঝড় ‘ইয়াস’ এ নড়াইল জেলায় ক্ষতিগ্রস্থদের জরুরুী খাদ্য সহায়তা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে। খোলা হয়েছে যোগাযোগের জন্য হটলাইনও।
ঘূর্ণিঝড়ে কোন সহায়তা চান বা ঘূর্ণিঝড়ের কারণে কোনপ্রকার ক্ষয়ক্ষতির সম্মুখীন হন, তবে স্বপ্নের খোঁজের এর জরুরী নাম্বার এ কল করার অনুরোধ জানানো হয়েছে। সাহায্য নিয়ে দোরগোড়ায় পৌঁছে যাবে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন এর সংশ্লিষ্টরা।
স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজ নড়াইল নিউজ ২৪. কমকে জানান, আগামী আজ-কাল প্রবল ঘুর্ণিঝড়ের সম্ভাবনায় রয়েছে উপকূলসহ দক্ষিনাঞ্চল এ । আমরা সরকারের পাশাপাশি, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি কেউ আসন্ন ঘূর্ণিঝড় মোকাবেলায় কোনরুপ সহায়তা চাই বা ঘূর্ণিঝড়ের কারণে কোন প্রকার ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়, তবে স্বপ্নের খোঁজের জরুরী নাম্বার এ কল করতে পারবে। আমরা আমাদের সাধ্যের মধ্যে সাহায্য নিয়ে তাদের দোরগোড়ায় পৌছে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ সহায় হোক সকলের প্রতি।
ঘূর্ণিঝড় ইয়াসের সংকট এর কোন সমস্যা হলে সব সময় পাশে আছে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনে ইমারজেন্সি হটলাইন :
+৮৮০১৬৩০২৭১০৫৭
+৮৮০১৭০৯৮৯৮৯৩৯
+৮৮০১৯৬১৫৭৮৩৭২