স্টাফ রিপোর্টার:
নড়াইল শহরের রুপগঞ্জ বাজারের সার ডিলার, জেলা চেম্বার অব কামার্সের সভাপতি হাসানুজ্জামান কর্তৃক কৃষকবান্ধব সরকারের ভারমূর্তি প্রশ্নবিদ্ধ করার প্রয়াসে উজিরপুর গ্রামের কৃষক আলী আহম্মেদকে লাঞ্চিতের বিচার ও ডিলারশিপ বাতিলের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। জেলা কৃষকলীগের আয়োজনে শহরের আদালত সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।
জেলা কৃষকলীগের সভাপতি মাহাবুবুর রহমান নড়াইল নিউজ ২৪.কমকে বলেন, আগামীকাল বৃহস্পতিবারের মানববন্ধন কর্মসূচি একজন কৃষককে অপমান করার প্রতিবাদে। জেলা কৃষকলীগের নেতা-কর্মিদের যথাসময়ে কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
জানাগেছে, নড়াইল পৌরসভার উজিপুর গ্রামের কৃষক আলী মোহাম্মদ ৩-৪ বিঘা জমিতে ধান চাষ করছেন। স্বামী-স্ত্রী মিলে এ জমিতে চাষা-আবাদ করেছে। গত ১৭ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২টার দিকে রূপগঞ্জ খাদ্যগুদামের উল্টাদিকে বাজারে সার ব্যবসায়ী মো: হাসানুজ্জামানের সারের দোকানের সামনে থেকে সার দোকানের ম্যানেজার কৃষক আলী মোহাম্মদকে ঘাড়ধাক্কা দিতে দিতে রূপগঞ্জ বাজারে হাসান সাহেবের চেম্বারের সামনে নিয়ে মারপিটও করা হয় বলে অভিযোগ করেন এই কৃষক। সার কিনতে আসা এই কৃষক সারের মেমো চাওয়াতে এভাবে ঘাড় ধাক্কাতে ধাক্কাতে নিয়ে আসা হয় হাসান সাহেবের ঘরে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় ফুসে উঠেছে নড়াইলের কৃষক-জনতা। কর্মসূচি গ্রহন করেছে জেলা কৃষকলীগ।