স্টাফ রিপোর্টার:
নড়াইলে করোনায় এক জন মৃত্যুবরণ করেছেন। তার নাম মোঃ ময়েনুদ্দীন (৭০)। বাড়ি নড়াইল পৌরসভার রঘুনাথপুর এলাকায়। বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ৯টার দিকে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
বর্তমানে সদর হাসপাতালে করোনার ২০টি বেডের মধ্যে ১৭জন করোনা রোগি চিকিৎসা নিচ্ছেন। এর আগে গত রোববার সদরের ভদ্রবিলা গ্রামে আরও একজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মারা যান। এ পর্যন্ত জেলায় ২৯ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুন) সিভিল সার্জন ডা. নাসিমা আকতার স্বাক্ষরিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নড়াইলে গত চব্বিশ ঘন্টায় ৭৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৮জনের করোনা পজিটিভ এসেছে। রিপোর্টের বিচারে আক্রান্ত ৪৮.৭১ শতাংশ। জেলায় এ পর্যন্ত ২ হাজার ১৬০জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৭০ জন।