স্টাফ রিপোর্টার:
নড়াইলে সংক্রমণ এলাকায় সপ্তাহ ব্যাপী লকডাউনের ৪থদিন চলছে। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় আরো ৩৩ জন নতুন করে আক্রান্ত হয়েছে। মঙ্গলবার সিভিল সার্জন অফিসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন ডাঃ নাছিমা আকতার স্বাক্ষরিত প্রতিবেদনের জানানো হয় ৩৩ জনের মধ্যে নড়াইল সদর উপজেলায় ২৬ জন, লোহাগড়ায় ৬জন এবং কালিয়া উপজেলায় ১জন রয়েছে।
জেলা প্রশাসনসূত্রে জানাগেছে, নড়াইল পৌরসভার মহিষখোলা, আলাদাতপুর ও ভাদুলীডাঙ্গা, সদর উপজেলার গোবরা বাজার ও লোহাগড়া উপজেলা শহরের বাজার এলাকা লকডাউনের আওতাভূক্ত রয়েছে। এসময় এলাকায় করোনার সংক্রমন আশংকাজনক হারে বেড়ে যাওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন দেয়া হয়েছে। গত ১২ জুন থেকে ১৯ জুন সপ্তাহব্যাপি প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লকডাউন চলছে।