স্টাফ রিপোর্টার:
নড়াইলে সজল আহম্মেদ শরীফ ও শামান্তা শরীফ দম্পতির একমাত্র কন্যা ওয়াসিয়া মারজানা শাফিরা’র প্রথম জন্মদিন পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সিমাখালীর ওমর ইবনে খাত্তাব (রাঃ) মাদ্রাসা ও এতিমখানাতে দোয়ার আয়োজন করা হয়। এবং এতিম ও হাফেজদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়, এছাড়াও গরীব অসহায়দের খাবার বিতরণ করা হয়।
সজল আহম্মেদ শরীফ ও শামান্তা শরীফ দম্পতি তাদের মেয়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
তারা বলেন, আমার এক মাত্র মেয়ে ওয়াসিয়া মারজানা শাফিরা’র প্রথম জন্মদিন উপলক্ষে এই সব আয়োজন করি সবাই আমাদের একমাত্র মেয়ের জন্য দোয়া করবেন।