স্টাফ রিপোর্টার :
নড়াইলে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৭ জুন) র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোহাম্মদ শরীফুল আহসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই দু’জনকে গ্রেফতার করা হয়। এরা হলেন, নড়াইল সদরের তুলারামপুর গ্রামের নওশের মোল্যার ছেলে মঞ্জুর আলম (৩০) এবং একই গ্রামের কাশেম মোল্যার ছেলে রবিউল ইসলাম (৩২)। র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদরের তুলারামপুরে অভিযান চালায় র্যাব। এ সময় তুলারামপুর কাজী বাড়ীর সামনে যশোর-নড়াইল সড়ক থেকে ওই দু’জনকে ৪০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে দু’জনকে নড়াইল সদর থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।