স্টাফ রিপোর্টার:
নড়াইলের ইসলামী ফাউন্ডেশন এর আয়োজনে ইমামদের রিফ্রেসার্স প্রষিক্ষন কোর্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা ইসলামী ফাউন্ডেশনের হলরুমে কর্মশালার উদ্বোধন করেন জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেম।
এসময় উপস্থিত ছিলেন যুগ্ম জেলা জজ মো.আকরাম হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান,অতিঃ পুলিশ সুপার রিয়াজুল ইসলাম,সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো.জাহিদুল ইসলাম, জেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক মুফতি মাওলানা বেলাল হোসেন।
উদ্বোধন শেষে সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন সহ আগত অতিথিরা বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। রিফ্রেসার্স কোর্স শেষে উপস্থিত ইমামদের মাঝে সনদ বিতরণ করা হয়। কর্মশালায় আগত ইমামেরা সামাজিক কর্মকান্ড পরিচালনা,মসজিদে মুসল্লিদের নানা তথ্য প্রদান এবং মসজিদ পরিচালনা কমিটি সহ নানা বিষয়ে আলোচনা করেন।