স্টাফ রিপোর্টার:
নড়াইল সদর ইজিবাইক বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সাবেক আদায়কারী এবং সমিতির সাবেক প্রতিষ্ঠাতা সদস্য জাফর সিকদারের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত। সভায় মাছুম জমাদ্দারকে সভাপতি এবং নবীর হোসেনকে সাধারন সম্পাদক মনোনিত হন।
নড়াইল সদর ইজিবাইক বহুমুখী সমবায় সমিতি লিঃ এর আয়োজনে মঙ্গলবার বিকেলে শহরের বঙ্গবন্ধু মঞ্চে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নড়াইল সদর ইজিবাইক বহুমুখী সমবায় সমিতি লিঃ এর প্রতিষ্ঠাতা সভাপতি মাছুম জমাদ্দার।
এসময় বক্তব্য রাখেন সমিতির সাবেক উপদেষ্টা সাইফুল ইসলাম টুকু, সাবেক সাধারন সম্পাদক নবীর হোসেন, সদস্য গুরুচান কুন্ডু প্রমূখ।
আলোচনা সভা শেষে সমিতির সাবেক উপদেষ্টা সাইফুল ইসলাম টুকু সর্বসম্মতি ক্রমে মাছুম জমাদ্দারকে সভাপতি এবং নবীর হোসেনকে সাধারন সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য নতুন কমিটি ঘোষনা করেন। পরর্ত্তিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।
দোয়ার অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন পুরাতন বাসটার্মিনাল মিসজিদের ইমাম হাফেজ মাওলানা আলমগীর হোসেন ও হাফেজ মাওলানা গোলাম নবী। এসময় ইজিবাইক সমিতির সদস্যসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।