স্টাফ রিপোর্টার:
নড়াইলে ইজিবাইক চালকদের সমস্যা সমাধানে ৭ দিনের সময় দিলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়। ইজিবাইক সমিতির নেতাদের সাথে সভা করে তিনি এসময় দেন বলে জানান ইজিবাইক সমিতির সংশ্লিষ্টরা। বুধবার দুপুরে বিষয়টি নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।পরে ইজিবাইক চলাচল শুরু করে।
সভা শেষে নড়াইল সদর বহুমুখি ইজিবাইক সমবায় সমিতির সভাপতি মাছুম জমাদ্দার নড়াইল নিউজ ২৪.কমকে বলেন, পুলিশ সুপার ৭দিনের সময় দিয়েছেন। এর মধ্যে জেলা আইন শৃংখলা সভায় ইজিবাইক নিয়ন্ত্রনে পদক্ষেপ নেওয়ার যে সিদ্ধান্ত হয়েছিল সেটি নিয়ে আলোচনা করে সমাধান করতে বলেছেন।
পরে পুলিশ সুপার প্রবীর কুমার রায় নড়াইল নিউজ ২৪.কমকে বলেন, জেলার আইন শৃংখলা সভায় পৌরসভায় দুই রং এ ইজিবাইক চালানোর কথা বলা হয়েছে। একেক দিন একক রং এর গাড়ি চলবে। প্রতিদিন ৩’শ গাড়ি চলাচল করবে। সেই সিদ্ধান্ত পুলিশ বাস্তবায়ন করছে। ইজিবাইক সমিতির নেতাদের সাথে কথা বলে ৭ দিনের সময় দেওয়া হয়েছে। সিদ্ধান্তের বিষয়ে জেলা প্রশাসনের সাথে কথা বলে সমাধান করতে বলা হয়েছে।
আরও পড়ুন: নড়াইলে পুলিশের হয়রানি প্রতিবাদে ইজিবাইক চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা