স্টাফ রিপোর্টার:
“টেকসই আগামীর জন্য জেনডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে র্যালি, গণসংগিত ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
ছবি:- নড়াইল নিউজ ২৪.কম
জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একইস্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
ছবি:- নড়াইল নিউজ ২৪.কম
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ নাছিমা আকতার, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পৌর মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবাশিষ চৌধূরী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক(অঃদঃ) মৌসুমী রানী মজুমদার প্রমূখ।