গত ১০ই মার্চ ২০২২ রাতদিন নিউজ নামে যশোর থেকে প্রচারিত একটি অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে “জমি দখল আতংকে নড়াইলের দূর্গাপুরে ৪০টি পরিবার” শিরোনামে প্রকাশিত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একটি কুচক্রি মহল সাংবাদিকদের কাছে জমির ভুল তথ্য উপস্থাপন করে আমার মান-সম্মান ক্ষুন্ন করার জন্য এমন সংবাদ প্রচার করেছেন।
প্রকৃত ঘটনা হলো আমি মোঃ আজিজুর রহমান, পিতা হবিবর রহমান মোল্যা, সাং ডুমুরতলা, থানা ও জেলা নড়াইল। নড়াইল পৌরসভার দুর্গাপুর-ডুমুরতলা সাবেক দাগ নং- ২৮৫৪, হাল দাগ নং- ২৫২৫ জমির পরিমান ২৫ শতক। জমির মালিক দেবেন্দ্রনাথ গাঙ্গুলী মৃত্যুকালে ওয়ারেশ সূত্রে ৫ ছেলে রেখে যান। এর মধ্যে থেকে উত্তম গাঙ্গুলীর কাছ থেকে তার প্রাপ্ত ৫ শতক জমি ১৯ জুলাই ২০২১ তারিখে দলিল নং- ৫৪১৫/২১ আমমোক্তার নামা মুলে ভোগদখল করে আসছি। গত ৯ই মার্চ ২০২২ তারিখে একটি শালিশ বৈঠকে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি প্রমানিত হয়।
আমি উক্ত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মোঃ আজিজুর রহমান।
পিতা হবিবর রহমান মোল্যা
সাং ডুমুরতলা
থানা ও জেলা নড়াইল।