স্টাফ রিপোর্টার:
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী ও নড়াইলের মেয়ে শুভ্রা মুখার্জীর ৬ষ্ঠ প্রয়ান দিবস পালিত হয়েছে। বুধবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। শুভ্রা মুখার্জীর প্রয়ান দিবস উপলক্ষে তার মামা বাড়ি সদর উপজেলার তুলারামপুর শ্রী শ্রী গোপাল মন্দির ও কালী মন্দির প্রাঙ্গনে শুভ্রা মুখার্জী ফাউন্ডেশনের আয়োজনে কর্মসূচির মধ্যে ছিলো স্বগীয় শুভ্রা মুখার্জীর আত্মার শান্তি কামনায় পূজা, পবিত্র গীতাপঠ ও নাম সংকীর্তন এবং আলোচনাসভা।
শুভ্রা মুখার্জী ফাউন্ডেশনের কর্মকর্তা কার্ত্তিক ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান।
এসময় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পৌরমেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সহকারী কমিশনার (কালেক্টরেট) আছিফ উদ্দিন, সহকারী পুলিশ সুপার (প্রঃ) সোহানুর রহমান সোহাগ, অফিসার ইনচার্জ (ওসি)শওকত কবীর প্রমূখ।
আরও পড়ুন: ভারতের সাবেক রাষ্ট্রপতি স্ত্রী নড়াইলের মেয়ে শুভ্রা মুখার্জীর প্রয়ান দিবস আজ