স্টাফ রিপোর্টার:
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের নৌকার মাঝি হলেন ইমারুল গাজী। শুক্রবার দুপুরে তাকে প্রধানমন্ত্রী স্বক্ষরিত মনোনয়নপত্র প্রদান করা হয়েছে।
জানাগেছে, নড়াইলের সদর উপজেলার বিছালি ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন আবারও পরিবর্তন হয়েছে। প্রথমে সাবেক চেয়ারম্যান ইমারুল গাজীকে দলীয় মনোনয় দেওয়ার ঘোষনা দেয়া হয় পরে বর্তমান চেয়ারম্যান এস এম আসিনুর রহমানকে দলীয় মনোনয়ন দেয়া হয় বলে দাবি করেন। তবে কোন চিঠি দেওয়া হয়নি আনিসুর রহমানকে। আজ শুক্রবার দুপুরে সেটি পরিবর্তে সাবেক চেয়ারম্যান ইমারুল গাজীকে দলীয় মনোনয়নের চুড়ান্ত চিঠি প্রদান করা হয়েছে।
অপিরদিকে নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নে দলীয় মনোনয়ন দেওয়া হয় সৈয়দ তারিকুল ইসলামকে সেটি পরিবর্তন করে ৬ বারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়াকে পুনরায় দলীয় মনোনয় দেওয়া হয় গত ১৩ অক্টোবর।
এর আগে গত (১১ অক্টোবর) বিছালী ইউনিয়নের ইমারুল গাজীকে পরিবর্তন করে বর্তমান চেয়ারম্যান এস এম আনিসুর রহমানকে দলীয় মনোনয়ন দেওয়া হয় বলে জানা যায়।
জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন আলম বিলালী ইউনিয়নে দলীয় মনোনয়ন পত্র পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৯ অক্টোবর সদর উপজেলার ১৩ ইউনিয়নের আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষনা করা হয়। মাইজপাড়া ইউনিয়নে জসিম মোল্যা, হবখালী ইউনিয়নে টিপু সুলতান, আউড়িয়া ইউনিয়নে এস এম পলাশ, চন্ডিবরপু ইউনিয়নে সৈয়দ তারিকুল ইসলাম, বাঁশগ্রাম ইউনিয়নে সিরাজুল ইসলাম, তুলারামপুর ইউনিয়নে বুলবুল আহম্মেদ, মুলিয়া ইউনিয়নে রবিন্দ্রনাথ অধিকারী, বিছালি ইউনিয়নে ইমারুল গাজী, কলোড়া ইউনিয়নে আশিষ কুমার বিম্বাস, শাহাবাদ ইউনিয়নে আশরাফ খান মাহামুদু, শেখহাটি ইউনিয়নে গোলক বিশ্বাস, সিঙ্গাশোলপুর ইউনিয়নে সাইফুল ইসলাম হিট্টু ও ভদ্রবিলা ইউনিয়নে সৈয়দ আবিদুল ইসলাম।