বিশেষ প্রতিনিধি, নড়াইল নিউজ ২৪.কম
নড়াইলের দাদাবাবু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রথম প্রয়ান দিবস আজ (মঙ্গলবার)৩১ আগস্ট। ২০২০ সালের ৩১ আগস্ট সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নড়েইলে এ উপলক্ষে কোন কর্মসূচি নেই বলে জানাগেছে।
উল্লেখ্য, গত ৯ আগস্ট ২০২০ সালে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন তিনি। এরপর স্নায়ুঘটিত সমস্যা দেখা দেওয়ায় গত ১০ আগস্ট তাকে আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেদিনই অপারেশন হয় তার মাথায়। এছাড়া এর আগে থেকেই তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। প্রায় তিন সপ্তাহ ধরে দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি ছিলেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। গভীর কোমায় আচ্ছন্ন ছিলেন ৩১ আগস্ট ২০২০ সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানাগেছে, শুভ্রা ১৯৪৩ সালের ১৭ সেপ্টেম্বর নড়াইল সদর উপজেলার চিত্রাপাড়ের ভদ্রবিলা গ্রামে জন্ম গ্রহণ করেন। মা মীরা রানী ঘোষ আর বাবা অমরেন্দ্র ঘোষের মেয়ে শুভ্রা ঘোষ প্রণব মুখার্জির সঙ্গে প্রণয়ের পর ‘শুভ্রা মুখার্জি’ হিসেবে পরিচিতি পান। বিয়ের সময় শুভ্রার বয়স ছিল ১৪ বছর এবং প্রণব মুখার্জির বয়স ছিল ২২ বছর। শুভ্রা মুখার্জি পেশায় ছিলেন অধ্যাপক।
১৯৯৫ সালে নাড়ির টানে মেয়ে শর্মীষ্ঠা মুখার্জিকে নিয়ে শুভ্রা বেড়াতে এসেছিলেন জন্মভূমি নড়াইলে। ব্যস্ততা থাকার কারণে সে সময় শুভ্রার সঙ্গে আসতে পারেননি প্রণব মুখার্জি।
২০১৩ সালের ৫ মার্চ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি স্ত্রী শুভ্রা মুখার্জিকে সঙ্গে নিয়ে নড়াইলের ভদ্রবিলা গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। হিন্দু ধর্মীয় রীতি ও আচারে জামাইবাবু প্রণব মুখার্জিকে সেদিন বরণ করে নেন শ্বশুরবাড়ির লোকজন। নড়াইলের এতিহ্যবাহী বিভিন্ন খাবার দিয়ে জামাইবাবুকে আপ্যায়ন করা হয়। দীর্ঘদিন পর পৈত্রিক বাড়িতে পা ফেলেই কেঁদে উঠেন শুভ্রা মুখার্জি। ভদ্রবিলার পৈত্রিক নিবাসে এখনো বসবাস করছেন শুভ্রা মুখার্জির ছোট ভাই কানাই লাল ঘোষ। শুভ্রা-প্রণব মুখার্জি দম্পতির তিন সন্তান রয়েছে। দুই ছেলে অভিজিৎ মুখার্জি ও ইন্দ্রজিৎ মুখার্জি এবং এক মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি। ২০১৫ সালের ১৮ আগস্ট শুভ্রা মুখার্জি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তাঁর স্ত্রী শুভ্রা মুখার্জীর স্মরণে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে তিনতলা বিশিষ্ট ভারত-বাংলাদেশ মৈত্রী ছাত্রী হোস্টেল, তুলারামপুরে দু’টি মন্দির এবং তুলারামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জন্য একটি ভবন নির্মাণ করেন।
শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ অয়ন রঞ্জণ দাস নড়াইল নিউজ ২৪.কমকে জানান, নড়াইলে কোন কর্মসূচি পালিত হচ্ছে না, তবে ভারতে কর্মসূচি পালিত হচ্ছে।