স্টাফ রিপোর্টার:
নড়াইলে “বিশ্ব পর্যটন দিবস এস এম সুলতান নৌকা বাইচ” আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। শনিবার দুপুর ২ টায় চিত্রা নদীর শেখ রাসেল সেতু থেকে এস এম সুলতান সেতু পর্যন্তু নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো: মাহাবুব আলী এমপি।
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, বেসামরিক বিমান ও পর্যটন সচিব মো: মোকাম্মেল হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন খুলনা বিভঅগীয় কমিশনার মো: ইসমাইল হোসেন এনডিসি, পুলিশ সুপার প্রবীর কুমারা রায়, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র আঞ্জুমান আরা। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসাবে থাকছে একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার হিসাবে থাকছে ফ্রিজ। এছাড়া অংশগ্রহকারীদের জন্য থাকছে সৌজন্য পুরস্কার প্রদান করা হবে বলে জানান, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।