স্টাফ রিপোর্টার:
‘নড়াইল হবে এ প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান’ এ শ্লোগানকে সামনে নিয়ে শহরের কোল ঘেঁষে বয়ে যাওয়া চিত্রা নদীর তীরে ওয়াক ওয়ে, পৌরসভার ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনার নকশা প্রনয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১২জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্ব করেন।
সভায় জানানো হয়, চিত্রা নদীর তীরে শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিস সেন্টার থেকে হাটবাড়িয়া ইকো পার্ক পর্যন্ত ৪.৮ কিঃমিটারের মধ্যে ৭টি পয়েন্টে ওয়াকওয়ে, শহরে পরিকল্পিত ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে নগর পরিকল্পনাবিদ রাসেল কবির, আবদুল্লাহ আল ফাহাদ এবং শারফিন আফরোজ নকশা উপস্থাপন করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, এ নকশা অনুমোদন করে নড়াইল পৌরসভার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রানালয়ে পাঠানো হবে। পরে এটি পাশ হলে বাস্তবায়ন সম্ভব হবে। তবে চিত্রা নদীর তীরে ওয়াক ওয়ে বাস্তবায়নের জন্য ৫০টির বেশী অবৈধ দোকান ও বাড়ি উচ্ছেদের প্রয়োজন পড়বে।
প্রধান অতিথি মাশরাফি বিন মর্তুজা বলেন, নড়াইল শহরকে সুন্দর, নান্দনিক এবং পর্যটনবান্ধন করতে হবে। আর এ জন্য ওয়াক ওয়ে এবং পৌরসভার পরিকল্পিত ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থার বিকল্প নেই। নড়াইল সুন্দরভাবে সাজাতে সকলের সহযোগতার কামনা করেন মাশরাফি।
এ সময় জেলা পরিষদ, নড়াইল পৌরসভা এবং বিভিন্ন ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।