স্টাফ রিপোর্টার:
নড়াইলে প্রান্ত নামে দেড় বছরের শিশু নিখোঁজের একদিন পর লাশ উদ্ধার করেছে পুলি। বাড়ির পাশ্বের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। বুধবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়েছে বলে, নড়াইল নিউজ ২৪.কমকে জানান, সদর থানার উপ-পরিদর্শক(এসআই )আমির হোসেন।
এর আগে মঙ্গলবার (৮জুন) সন্ধ্যায় সদর উপজেলার দলজিৎপুর গ্রামে শিশুটি নিজেদের বাড়ি থেকে রহস্যজনকভাবে উধাও হয়। শিশুটিকে উদ্ধারে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রান্ত দলজিৎপুর গ্রামের মৃত্যুঞ্জয় পালের একমাত্র ছেলে।
জানাগেছে, গতকাল বিকালে উঠানে খেলতে খেলতে এক সময় প্রান্ত প্রসাব করে পরনের প্যান্ট ভিজিয়ে ফেললে শিশুটির মা সন্ধা রানী সেটি বদলে দিতে ঘরে আর একটি প্যান্ট আনতে যান। এই সময়ের মাঝেই বাড়ির আঙ্গিনা থেকে প্রান্ত উধাও হয়ে যায়। প্যান্ট নিয়ে বাইরে এসে সন্ধা রানি ছেলেকে না দেখতে পেয়ে খোঁজা খুঁজি শুরু করেন। পরে পাড়া প্রতিবেশিরা খবর পেয়ে ফায়ার সার্ভিস ইউনিটকে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজনসহ বাড়ির পাশের জলাশয় ও সম্ভাব্য বিভিন্ন জায়গায় অনেক রাত পর্যন্ত খোঁজা খুঁজি করেও শিশুটির সন্ধান মেলেনি। দুধের সন্তানকে হারিয়ে মা সন্ধা দিশেহারা হয়ে পড়েছে। কোন শান্তনাতেই থামছে বাড়ির অন্যদের আহাজারিও। শিশুটি নিখোঁজের রহস্য উদঘাটনে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: নড়াইলে দেড় বছরের একটি শিশু নিখোঁজ !