নড়াইলের নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়নের সিএন বি মাধ্যমিক বিদ্যালয়ে আইন-শৃংখলা ও বর্তমান করোনা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকার।
ছবি:- নড়াইল নিউজ ২৪.কম
এসময় আরো বক্তব্য রাখেন নড়াগাতি অফিসার ইনচার্জ জনাব মোছাঃ রোকসানা খাতুন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইকরাম হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন পহরডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোকাররম হোসেন হিরুসহ নড়াগাতি থানার অন্যান্য অফিসারসহ সংশ্লিষ্টরা।
প্রধান অতিথি বক্তব্যে প্রণব কুমার সরকার বলেন, এলাকার শান্তিশৃংখলা বজায় বজায় রাখতে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য যদি কেউ আইন শৃংখলা বিনষ্ট করার চেষ্টা করে তার বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।
তিনি আরো বলেন, বর্তমান করোনার প্রাদুর্ভাব বেড়ে গেছে আমাদের সবাইকে স্বাস্থ্যসুরক্ষা মেনে চলতে হবে মাস্ক পরুন নিজে করোনা থেকে দূরে থাকুন অপরকে মাস্ক পরা বা স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার জন্য সহায়তার আহ্বান জানান।
করোনা কালীন সময়ে স্কুল কলেজ বন্ধ থাকার কারণে ছেলেমেয়েরা যেন খারাপ দিকে ধাবিত না হয় সেদিকে আপনাদের সকলকে দৃষ্টি রাখতে হবে।
ছবি:- নড়াইল নিউজ ২৪.কম
এসময় পুলিশের পক্ষ থেকে বিভিন্ন শ্রেনীপেশার মানুষের মাঝে মাস্ক বিতরন করা হয়।