স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৩ জনসহ ৭ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। রোববার মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন পর্যন্তু এসব মনোনয়ন পত্র জমা দেয়া হয়। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন।
চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও চন্ডিবরপুর ইউনিয়নের সাবেক ৭ বারের চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান শেখ তোফায়েল মাহমুদ তুফান ও মিলন কুমার মল্লিক।
ভাইস চেয়ারম্যান পদে এস এম ময়নুল ইসলাম বাবু ও তৌহিদুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজনীন সুলতানা রোজী ও সুন্দরী বালা বাগচী মনোনয়ন পত্র জমা দেন। জেলা রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শাশ্বতী শীল স্বাক্ষরিত তালিকা থেকে এ তথ্য নিশ্চিত হয়।