স্টাফ রিপোর্টার
ঐতিহ্যবাহী নড়াইল প্রেসক্লাবের নবগঠিত কমিটির সাথে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
এ সময় নড়াইল প্রেসক্লাবের নব গঠিত এডহক কমিটির নেতৃবৃন্দ কে ফুল সহ বিভিন্ন উপকরণ দিয়ে বরণ করে নেয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) মোঃ আহসান মাহমুদ রাসেল,সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন,কাজী হাফিজুর রহমান,এ্যাড.তারিকুজ্জামান লিটু,কার্তিক দাস,খায়রুল আরেফিন রানা,রাজু আহম্মেদ রাজীব,ইমরান হোসেন,মোঃ আল আমিন,জহির ঠাকুর প্রমুখ।
প্রেসক্লাবের নবাগত আহ্বায়ক এ্যাড. আব্দুল হক ও সদস্য সচীব এম এম মাহবুবুর রশীদ লাবলু প্রেসক্লাবের বিভিন্ন দাবি জেলা প্রশাসক ও প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক শারমিন আক্তার জাহান তুলে ধরেন। এ সময় সাংবাদিক সুলতান মাহমুদ, মুনীর চৌধুরী,মো.নুরুন্নবী সামদানী, সামিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, রাষ্ট্রের ৪ নম্বর স্তম্ভ হিসাবে কাজ করে থাকে গণমাধ্যমকর্মীরা। সাংবাদিকদের সৃজনশীল লিখনীর মাধ্যমে স্বচ্চতা ও জবাবদিহিতার মাধ্যমে নড়াইল কে সামনের দিকে এগিয়ে নিতে হবে। তিনি সাংবাদিক মহলসহ সমাজের বিভিন্ন শ্রেনীর পেশার মানুষের সহযোগীতা কামনা করেন।