স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইল কালেক্টরেট স্কুলের ২ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বুধবার স্কুল চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিদ্যালয়ের সভাপতি শারমিন আক্তার জাহান।
ছবি: নড়াইল নিউজ ২৪.কম
নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক উজির আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জুবায়ের হোসেন চৌধূরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এমএম আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, সদর উপজেলা রির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস প্রমূখ।