স্টাফ রিপোর্টার, নড়াইল
“ এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়, নতুন বাংলাদেশ গড়ার লক্ষে তারুন্যের উৎসব উপলক্ষে নড়াইলে ২০ দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে।জেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে নড়াইল সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের মাঠে ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।
ছবি: নড়াইল নিউজ ২৪.কম
জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। এসময় পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, সিভিল সার্জন আব্দুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন। মেলায় ৩২টি স্টল রয়েছে।