স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলে ৪০০মন বোরো বীজ ধান চুরি করে নিয়ে গেল চোরেরা। সোমবার গভীর রাতে পৌরসভার ধোপাখোলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে দশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মালিক দাবি করেছেন।
জানাগেছে, নড়াইলের বিভিন্নস্থান থেকে বোরোধানের বীজ সংগ্রহ করেন খন্দকার শাহেদ আলী শান্ত। এসব বীজ সংগ্রহ করে ধোপাখোলা এলাকার মন্নুর চাতালেন পাশে গুদাম রক্ষিত ছিল। উন্নত মানের ধান ব্রিধান ১০৭, ব্রিধান ১০৮সহ অন্যান্য বোরো ধানের প্রায় ৪০০মন বীজ ধান ছিল। সোমবার রাতের কোন এক সময় গুদামের পেছনের দিক ভেঙ্গে এসব ধানের বীজ নিয়ে যায়।