স্টাফ রিপোর্টার :
নড়াইল আধুনিক সদর হাসপাতালের ছাদের পলেস্তার ভেঙ্গে মাথায় পড়ে সুপতা সাহা নামে এক চিকিৎসক গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে। তিনি এখন সদর হাসপাতাল দ্বিতীয় তলায় সাত নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন।
জানা যায়, সদর হাসপাতালে রোগী দেখছিলেন ডাঃ সুপতা সাহা হঠাৎ মাথার উপর থেকে ছাদের পলেস্তার ভেঙ্গে ওই চিকিৎসকের মাথায় পড়ে। এসময় তিনি গুরুতর আহত হন। এসময় অন্যরা তাকে উদ্ধার করে জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করান। তিনি এখন সদর হাসপাতাল দ্বিতীয় তলায় সাত নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মশিউর রহমান বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়াইল নিউজ২৪.কমকে বলেন, ডাঃ সুপতা সাহার মাথায় পলেস্তার পড়ে গুরুতর আহত হন। তার মাথায় ৫-৬টি সেলাই দেওয়া হয়েছে। তবে তিনি এখন ভালো আছেন।