স্টাফ রিপোর্টার :
নড়াইলে ম্বাধীনতার সূবর্নজয়ন্তী উদযাপনে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করেছেন মুক্তিযোদ্ধারা। শনিবার (৫মার্চ) জেলা পরিষদের আয়োজনে শতাধিক শিক্ষার্থীদের নিয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদ সদস্য সাইফুর রহমান হিলু।
জেলা পরিষদের হলরুমে জেলা পরিষদ সচিব ড.লুৎফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.হুমায়ুন কবীর,জেলা পরিষদ সদস্য এড.রওশন আরা কবীর,সদস্য তারিক হাসান প্রমুখ।
দুই ঘন্টা ব্যাপী আলোচনা সভায় শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের স্মৃতিচারন,বীরত্বগাথা,মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান বিষয়ে ব্যাপক আলোচনা হয়। এছাড়া শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ সম্পর্কে নানা প্রশ্নের জবাব দেন আগত মুক্তিযোদ্ধারা।