স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলে সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন কার্যক্রমের মানোন্নয়ন করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নড়াইল শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে কার্যালয়ের কম্পিউটার ল্যাবে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক শেখ খলিল আল রশিদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অ্যাপস্) তারেক আল মেহেদী।
এ সময় বক্তব্য রাখেন জেলা প্রাথমিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী মজুমদার, সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা ডাঃ শামীমুর রহমান প্রমূখ।
সেমিনারে তথ্য উপস্থাপন করেন শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মোঃ সুজাউদ্দিন। কর্মশালায় সরকারি কর্মকর্তা, গনাধ্যম কর্মি,এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।