স্টাফ রিপোর্টার,নড়াইল
নড়াইলে সময় টিভির নড়াইল প্রতিনিধি সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি ) সকাল সাড়ে ১১ টায় ‘সাংবাদিক সমাজ,নড়াইল’এর আয়োজনে নড়াইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবে সভাপতি এ্যাড.আলমগীর সিদ্দিকী,নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল কবীর টুকু,নড়াইল কণ্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান,নড়াইল প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক এম এম মাহাবুবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন,‘গণমাধ্যম বর্তমান সময়ে নিরাপদ নয়। সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।’
এ সময় সিনিয়র সাংবাদিক ভক্ত সরকার,নড়াইল প্রেসক্লাবে সহ-সভাপতি ও সাপ্তাহিক নড়াইল বার্তার নির্বাহী সম্পাদক মো:হাফিজুর রহমান,নড়াইল নিউজ ২৪.কম এর সম্পাদক শরিফুল ইসলাম বাবলু,ইনডিপেনডেন্ট টেলিভিশন এর জেলা প্রতিনিধি মুন্সি আসাদুর রহমান,এখন টেলিভিশনের নড়াইল প্রতিনিধি ইমরান হোসেন,দৈনিক প্রতিদিনের বাংলাদেশ’র নড়াইল প্রতিবেদক এসকে সুজয় বিশ্বাস,ভোরের কাগজের জেলা প্রতিনিধি শুভ সরকার, দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি তাহের আলি,দৈনিক ফুলতলার নড়াইল প্রতিনিধি মো:রাসেল হুসাইনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গত সোমবার (৩০ ডিসেম্বর) নড়াইল শহরের শেখ রাসেল সেতুর উপরে সময় টিভির নড়াইল প্রতিনিধি সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। পরে জরুরী বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।