স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। বুধবার সাড় ৮টার দিকে নড়াইল-যশোর সড়কের তলারামপুর এলাকায় মোটরসাইকেলের সাথে ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিহান হাসান খান মাফুন চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ও তুলারামপুর গ্রামের রিপন খানের ছেলে। এসময় চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ও তুলারামপুর গ্রামের শরিফুর ইসলামের ছেলে খাইরুল ইসলাম গুরুতর আহত হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, রাতে মাফূন ও খাইরুল মোটসাইকেল নিয়ে তুলারামপুর বাড়িতে ফিরছিলেন নড়াইল-যশোর সড়কের তলারামপুর এলাকায় ব্রাক অফিসের কাছে পৌঁছালে যশোরমুখি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হয়। আহতদের নড়াইল সদর হাসাপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাফুনকে মৃত ঘোষনা করেন। আর আহত খাইরুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।