স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলে রাশেদুল ইসলামা (৪) নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে মৎমা রহিমার বিরুদ্ধে। এঘটনায় পুলিশ রহিমা বেগমসহ ২ জনকে আটক করেছে। রাশেদুল ইসলাম সদর উপজেলার মির্জাপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।
স্থানীয় ও পুলিশ জানায়, স্বামী আব্দুর রহিমের সাথে পরিবারিক কলহের জেরে রাশেদুলের মা ফারিয়া বেগম আড়াই বছর পূর্বে অন্য যায়গায় বিয়ে করে। রাশেদুল দাদা-দাদির কাছে বড় হয়। আব্দুর রহিম পরে দ্বিতীয় বিয়ে করে রহিমাকে।
হত্যাকান্ডের শিকার রাশেদুল। সংগৃহীত ছবি: নড়াইল নিউজ ২৪.কম
রহিমা শিশু রাশেদুলকে ভালোভাবে গ্রহন করেনি। এক পর্যায়ে গত সোমবার বিকালে রাশেদুল নিখোঁজ হন। অনেক খোঁজাখুজির পর রাতে বাড়ির পাশের ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। পরিবারের লোকজন রহিমা বেগমকে সন্দেহ করে। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হত্যার কথা শিকার করে। এসময় স্থানীয়রা তাকে আটক করে তাকে পুলিশে দেয়।
পুলিশ লাশ উদ্ধার করে মঙ্গলবার নড়াইল সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্থান্তর করে।
সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শিশুটির সৎমা রহিমা বেগম ও তার যা রুমা বেগমের সহায়তায় হত্যা করে লাশ ডোবায় ফেলে দেয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিকার করেছে। এ ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে।