স্টাফ রিপোর্টার, নড়াইল
মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে নড়াইল এস,এম সুলতান স্মৃতি সংগ্রহ শালায় চিত্রাংকন প্রতিযোগিতা , আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার সকালে শিশুস্বর্গে এ প্রতিযোগিতায় ৩টি গ্রুপে শতাধিক শিশু শিল্পী তাদের ভাবনায় মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতার বিভিন্ন চিত্র তুলে ধরে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল।
অনুষ্ঠানে এস,এম সুলতান স্মৃতি সংগ্রহ শালার কিউরেটর তন্দ্রা মূর্খাজীর সভাপতিতে বক্তব্য রাখেন এস,এম, সুলতান বেঙ্গল ও চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনাদী বৈরাগী, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী, চিত্রশিল্পী বলদেব অধিকারী ও সুলতান স্মৃতি সংগ্রহ শালার সহকারি কিউরেটর মেহেদী হাসান প্রমূখ।