স্টাফ রিপোর্টার, নড়াইল
“স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নগরিক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে ভূমিসেবা সপ্তার উদ্বোধন করা হয়েছে। শনিবার এ উপলক্ষে র্যা।লি, বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী।
সদর উপজেলা ভূমি অফিসের কার্যালয় চত্বরে এ মেলা চলবে ১৪ জুন পর্যন্তু।
পরে নড়াইল জেলাকে ভূমিহীন মুক্ত ঘোষনা করার লক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্টিত হয়। আগামী ১১জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নড়াইলসহ বিভিন্ন জেলাকে ভূমিহীন ঘোষনা করবেন।
এসময় জেলা প্রশাসক আফাকুল হক চৌধূরী, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জুবায়ের হোসেন চৌধূরী, পৌরমেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শাশ্বতী শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, নড়াইল সদর সহকারী কমিশনার (ভূমি) দেবাশিষ অধিকারী প্রমূখ।
প্রেস ব্রিফিং এ জানানো হয়, জেলায় ১১হাজর ৬৬টি পরিবারকে ভূমিহীন ও গৃহহীন পরিবারে জমি ও ঘর প্রদান করা হচ্ছে। এর সাথে নড়াইল জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করবেন প্রধানমন্ত্রী।