স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলে ভাষা শহীদদের স্মরণে লাখো মঙ্গল প্রদীপ প্রজ্বলনের ব্যতিক্রমি আয়োজন করে। প্রতিবছরের মত এবছর ২১ ফেব্রুয়ারি (বুধবার) সন্ধ্যায় শহরের কুড়িরডোব মাঠে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের।
একুশের আলো, নড়াইলের আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী। এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান, পৌরমেয়র আঞ্জুমান আরা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ওমর ফারুক, এসএম সুলতান ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুন্ডু, আব্দুর রশিদ মন্নু, শরফুল আলম লিটু প্রমূখ।
জানাগেছে, ১৯৯৮ সালে প্রেয়াত চিত্রশিল্পী কাজল মুখার্জীর আঁকা আল্পনার মধ্যদিয়ে কুড়িরডোব মাঠে মোমবাতি প্রজ্জ¦লনের মধ্যদিয়ে যাত্রা শুরু হলেও হাটিহাটি পা পা করে প্রতি বছরই বৃদ্ধিপেতে থাকে মোমবাতির সংখ্যা। ধিরে ধিরে বর্তমানে এর সংখ্যা বৃদ্ধি পেয়ে লাখে পৌঁছেছে।
ভাষা শহীদদের স্মরনে কুড়িরডোব মাঠ প্রস্তুতের কাজ শুরু হয় প্রায় এক সপ্তাহ আগে থেকে। সিমানা নির্ধারন করা, মোমবাতি বসানোর জন্য মাটি ছিদ্র করা, আল্পনা আঁকা, রংটানার কাজ। মাঠকে সাজানোর মুল কাজ শুরু হয় বুধবার সকাল থেকে। মাঠের চারি পাশে ঘিরে রাখা হয় বাশ এবং রশি দিয়ে।
স্থানীয় যুবক এবং স্বেচ্ছাসেবকরা কোন প্রকার পারিশ্রমীক ছাড়ায় নিজ নিজ উদ্দোগে এ কাজ তারা করে থাকে প্রতিবছর। সাজিয়ে রাখা প্রদীপে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে প্রজ্বলন শুরু করা হলে স্বেচ্ছাসেবকরা চারপাশ থেকে জ্বালানো শুরু করে। চলে দেশত্ববোধক গান। এসময় শহরের বিদ্যুৎ প্রায় এক ঘন্টার জন্য বন্ধ রাখা হয়। আর দৃশ্য দেশকে দেশের বিভিন্ন জেলাসহ দেশের বাইরে থেকেও অনেকে আসেন মনমুগ্ধকর এ দৃশ্য দেখতে।