স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলে সদর উপজেলার বিছালী গ্রামের বৃদ্ধা আমেনা বেগমের (৫৭) হত্যার দায়ে আসিফ মোল্যা (২১)নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসিফই মুল অভিযুক্ত দাবি পুলিশের। সে বিছালী গ্রামের বাবর আলীর ছেলে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ। এর আগে দুপুরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, গত ৪ আগস্ট বিছালী গ্রামে নিজ বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হয় আমেনা। এর ৮ দিন পর ১২ আগস্ট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তাঁর ছেলে। এ ঘটনায় জেলা পুলিশের একাধিক টিম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন মাঠে নামে। একপর্যায়ে মঙ্গলবার বেলা ১২ টার দিকে নিজ এলাকা থেকে তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসিফকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় আসিফের কাছ থেকে নিহত আমেনার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসিফ হত্যার কথা স্বীকার করেছেন৷
পুলিশে দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী আসিফের ভাষ্য, আমেনার সঙ্গে আসিফের পরিবারের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। তারপরও আমেনা গত ২৮ জুলাই আসিফদের বাড়িতে গিয়ে তাঁর মাকে গালিগালাজ ও বাজে কথা বলেন। এতে আসিফ খুব কস্ট পায়। এরপর ২ আগস্ট আমেনা তাঁর হাঁস চুরির অপবাদ দেয় আসিফকে। তাতে আসিফের অনেক রাগ হয়। এসব রাগের বশবর্তী হয়ে ৪ আগস্ট রাত ১০ টার দিকে আমেনার বাড়িতে যান৷ ঘরে ঢুকে কথাবার্তার একপর্যায়ে আসিফ নিজের কাছে থাকা গামছা দিয়ে আমেনার গলায় পেঁচিয়ে ধরে। কিছুক্ষণ পরে আবার আমেনার পরনের শাড়ি দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত করে আমেনার ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে পালিয় যায়।