স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলে পুলিশের চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা মামলায় ইউপি সদস্য পারভিন আক্তার (৬০),তার বড় ছেলে রাব্বি বিশ্বাস (২৫),ও ছোট ছেলে বিজিবি সদস্য ইসমাইল হোসেন (২৪) কে ১ বছর ৬ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত।
বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট রাকিব হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নড়াইলের সিনিয়র জুডিশিয়াল-১ আদালতের বিচারক সাবরিনা চৌধুরী এ রায় দেন। সেই সাথে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত বিজিবি সদস্য ইসমাইল হোসেন ও রাব্বি বিশ্বাস সদর উপজেলা চাকই গ্রামের মৃত ইসরাফিল বিশ্বাসের ছেলে ও তার মা পারভিন আক্তার বিছালী ইউনিয়নের ২ নং সংরক্ষিত মহিলা ইউপি সদস্য।
মামলার এজাহার সূত্রে জানা গেছে,২০২৩ সালে দন্ডপ্রাপ্ত আসামি পারভিন আক্তার ও তার দুই ছেলে পুলিশ কনস্টেবলে চাকরি দেওয়ার নাম করে লোহাগড়া থানার গাজীপুর এলাকার আজিবর শেখের ছেলে সাব্বির শেখের কাছে ৫ লক্ষ চাই। তখন ২ লক্ষ টাকা দিলে আসামিরা বলে দুই মাসের মধ্যে পুলিশের চাকরি হয়ে গেলে বাকি তিন লক্ষ টাকা দিতে হবে। পরে দুই মাস হলেও তার পুলিশের চাকরি হয়নি। পরবর্তীতে আসামিদের কাছে টাকা চাইতে গেলে ঘুরাতে থাকে বিষয়টি নিয়ে এলাকায় শালীস বসালে সবার সামনে আসামিরা লিখিত একটি কাগজে টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেন। পরে টাকা না দিলে আদালতে প্রতারণা মামলা দায়ের করেন। পরবর্তীতে এ মামলায় সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আসামির বিরুদ্বে আনীত অভিযোগ সন্দোহীতভাবে প্রমাণীত হওয়ায় বিচারক এ কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় ইউপি সদস্য পারভিন আক্তার তার বড় ছেলে রাব্বি বিশ্বাস আদালত উপস্থিত ছিলেন। তার ছোট ছেলে বিজিবি সদস্য ইসমাইল হোসেন পলাতক ছিলেন।